নজরুল সুরলিপি
অষ্টম খণ্ড

নজরুল একাডেমী কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারী, ১৯৮৬ খ্রিষ্টাব্দ। সর্বশেষ এই মুদ্রণ থেকে নিম্নোক্ত গানের তালিকাটি তৈরি করা হয়েছে।

নজরুল সুরলিপি - অষ্টম খণ্ড -এর সমুদয় গানের স্বরলিপি করেছেন কমল দাশগুপ্ত। গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলামের ইসলামী গানের সুর-সমৃদ্ধ মোট ৩৪টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ [গান-] [তথ্য] [নমুনা]
আজ শেফালীর গায়ে হলুদ
[গান-] [তথ্য] [নমুনা]
আজো কাঁদে কাননে কোয়েলিয়া
[গান-] [তথ্য] [নমুনা]
আদরিণী মোর কালো মেয়েরে
[গান-] [তথ্য] [নমুনা]
আনারকলি! আনারকলি!
[গান-] [তথ্য] [নমুনা]
আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি
[গান-] [তথ্য] [নমুনা]
এই সুন্দর ফুল এই সুন্দর ফল
[গান-] [তথ্য] [নমুনা]
এলো এলো রে বৈশাখী ঝড়
[গান-] [তথ্য] [নমুনা]
ও বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে
[গান-] [তথ্য] [নমুনা]
ওগো আমিনা! তোমার দুলালে আনিয়া
[গান-] [তথ্য] [নমুনা]
ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল
[গান-] [তথ্য] [নমুনা]
ওরে এ-কূল ভাঙে ও-কূল গড়ে এইতো নদীর খেলা
[গান-] [তথ্য] [নমুনা]
কথা কইবে না কথা কইবে না বউ
[গান-] [তথ্য] [নমুনা]
কথার কুসুমে গাঁথা গানের মালিকা
[গান-] [তথ্য] [নমুনা]
চাঁদের কন্যা চাঁদ সুলতানা
[গান-] [তথ্য] [নমুনা]
চৈতালী চাঁদিনী রাতে
[গান-] [তথ্য] [নমুনা]
জগতের নাথ কর পার
[গান-] [তথ্য] [নমুনা]
জয় বিবেকানন্দ বীর সন্ন্যাসী
[গান-] [তথ্য] [নমুনা]
তুমি সারা জীবন দুঃখ দিলে
[গান-] [তথ্য] [নমুনা]
তোমার বিনা তারের গীতি
[গান-] [তথ্য] [নমুনা]
তোরা যারে এখনি হালিমার ঘরে
[গান-] [তথ্য] [নমুনা]
দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা
[গান-] [তথ্য] [নমুনা]
দিনের সকল কাজের মাঝে
[গান-] [তথ্য] [নমুনা]
নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
[গান-] [তথ্য] [নমুনা]
নাইবা পেলাম আমার গলায়
[গান-] [তথ্য] [নমুনা]
নিশির নিশুতি যেন হিয়ার ভিতরে গো
[গান-] [তথ্য] [নমুনা]
পরম পুরুষ সিদ্ধযোগী
[গান-] [তথ্য] [নমুনা]
প্রেমের হাওয়া বইল যখন
[গান-] [তথ্য] [নমুনা]
ফিরে ফিরে কেন তারি স্মৃতি
[গান-] [তথ্য] [নমুনা]
মৃদুল বায়ে বকুল ছায়ে
[গান-] [তথ্য] [নমুনা]
মোর নিশীথের চাঁদ
[গান-] [তথ্য] [নমুনা]
যে ব্যথায় এ অন্তর-তল
[গান-] [তথ্য] [নমুনা]
লুকায়ে রহিলে চিরদিন
[গান-] [তথ্য] [নমুনা]
শুরু করিলাম লয়ে নাম আল্লার
[গান-] [তথ্য] [নমুনা]