স্বরবিতান-৪২
এই গ্রন্থের চৈত্র ১৪১৩
মুদ্রণের ১২৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
স্বরবিতান
দ্বাচত্বারিংশ খণ্ড আশ্বিন ১৩৬২ সালে প্রকাশিত হয়। এই খণ্ডের সম্পাদনা করেন
অনাদিকুমার দস্তিদার।
এই গ্রন্থে, বাংলা ১৩২৬ মাঘে প্রচারিত এবং ১৩৪২ কার্তিকে
‘পুনর্লিখিত’
ও প্রচারিত
‘অরূপরতন’
নাটকের পঁয়তাল্লিশটি গানের (উভয় সংস্করণের সমুদয় গানের) স্বরলিপি সংকলিত।
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত ৩, ৮, ১২, ২৩ ও ২৭
–সংখ্যক
গানের স্বরলিপি কাব্যগীতি হইতে, ১১-সংখ্যক গানের স্বরলিপি গীতিবীথিকা হইতে,
১৯-সংখ্যক গানের স্বরলিপি প্রথম-ভাগ গীতলেখা হইতে, ২২ ও ৩৭ (সামান্য পাঠান্তরে)
–সংখ্যক
গানের স্বরলিপি গীতপঞ্চাশিকা (স্বরবিতান ১৬) হইতে, ২৬ ও ৩২
–সংখ্যক
গানের স্বরলিপি কেতকী(স্বরবিতান ১১) হইতে, ৩১-সংখ্যক গানের স্বরলিপি স্বরবিতান ১৩
হইতে, ৫ ও ৭
–সংখ্যক
গানের স্বরলিপি সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা ১৩৪০ অগ্রহায়ণ ও ১৩৩৪ পৌষ সংখ্যা হইতে, ১৮
ও ৩০
–সংখ্যক
গানের স্বরলিপি বিশ্বভারতী পত্রিকা ১৩৫৯ কার্তিক-পৌষ ও মাঘ-চৈত্র সংখ্যা হইতে,
৪৩-সংখ্যক গানের স্বরলিপি তত্ত্ববোধিনী পত্রিকা ১৮৩৫ শকের চৈত্র সংখ্যা হইতে এবং ২৮
ও ২৯-সংখ্যক গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে সংকলিত। ১৪-সংখ্যক গানের স্বরলিপি
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত ও গীতলিপির পঞ্চম খণ্ড হইতে সংকলিত। ভীমরাও শাস্ত্রী
–কৃত
৩৫
–সংখ্যক
গানের স্বরলিপি
‘সংগীত-গীতাঞ্জলি’
গ্রন্থে প্রকাশিত হইয়াছিল। শ্রীমতী সাহানা দেবী
–কৃত
১৬ ও ৩৩ সংখ্যক গানের স্বরলিপি প্রবাসী ১৩৩৪ জ্যৈষ্ঠ ও ১৩৩২ আশ্বিন সংখ্যা হইতে
গৃহীত। অনাদিকুমার দস্তিদার
–কৃত
৯, ১০, ১৩, ১৫ (দুই সুর), ১৭, ২০, ২১, ২৪, ৩৮, ৪১, ৪৪ ও ৪৫
–সংখ্যক
গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে এবং ১ ও ৬ সংখ্যক গানের স্বরলিপি বিশ্বভারতী
পত্রিকা ১৩৫৭ শ্রাবণ-আশ্বিন ও মাঘ-চৈত্র সংখ্যা হইতে সংকলিত্। শ্রীশৈলজারঞ্জন
মজুমদার
–কৃত
২, ৪ ও ২৫
–সংখ্যক
গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে ও ৪০
–সংখ্যক
গানের স্বরলিপি প্রবর্তক ১৩৪৮ জ্যৈষ্ঠ সংখ্যা হইতে গৃহীত। সুধীরচন্দ্র কর-কৃত ৩৪,
৩৬, ৩৯ ও ৪২
–সংখ্যক
গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে সংকলিত।
অরূপরতন নাটকে গ্রথিত ও বর্তমান গ্রন্থে সংকলিত ১৯, ২৬, ৩৫ ও ৪৩
–সংখ্যক
রচনা কবির গীতিমাল্য কাব্যে এবং ১৮, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৯, ৪০ ও ৪২-সংখ্যক
রচনা গীতালি কাব্যেও প্রচারিত। স্বরবিতানের যে-সব খণ্ডে গীতিমাল্য ও গীতালির
গানগুলি সংকলিত সেই-সকল খণ্ডে সেগুলি পুনর্বার গৃহীত হয় নাই।
২১, ২৫, ৩৩,
৩৮, ও ৪৩ –সংখ্যক
গানের গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।
এই গ্রন্থের
অন্তর্ভুক্ত গানগুলির সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ
সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (জ্যৈষ্ঠ ১৩৭৮) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি
সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
পৌষ ১৩৮৮
নিচে গানগুলির তালিকা তুলে
ধরা হলো।
অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে [পূজা-৩৪৭]
[তথ্য]
[নমুনা]
আকাশ হতে খসল তারা [প্রকৃতি-১৫৬]
[তথ্য]
[নমুনা]
আগুনে হল আগুনময় [পূজা-৬১০]
[তথ্য]
[নমুনা]
আজি দখিন-দুয়ার খোলা [প্রকৃতি-২০২]
[তথ্য]
[নমুনা]
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে [স্বদেশ-১০]
[তথ্য]
[নমুনা]
আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা [পূজা-৬০]
[তথ্য]
[নমুনা]
আমার আর হবে না দেরি [পূজা-৫৬৩]
[তথ্য]
[নমুনা]
আমার জীর্ণ পাতা যাবার বেলায় [বিচিত্র-২৮]
[তথ্য]
[নমুনা]
আমার প্রাণের মানুষ আছে প্রাণে [পূজা ৫৪৯]
[তথ্য]
[নমুনা]
আমার সকল নিয়ে বসে [প্রেম-৮৯]
[তথ্য]
[নমুনা]
আমি জ্বালব না মোর বাতায়নে [পূজা-৩৪৮]
[তথ্য]
[নমুনা]
আমি তারেই খুঁজে বেড়াই [পূজা-৫৪৭]
[তথ্য]
[নমুনা]
আমি যখন ছিলেম অন্ধ [পূজা-৫৫৪]
[তথ্য]
[নমুনা]
আমি রূপে তোমায় ভোলাব না [প্রেম-৯০]
[তথ্য]
[নমুনা]
আয় আয় রে পাগল [বিচিত্র-৩৪]
[তথ্য]
[নমুনা]
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা [প্রেম-৮৮]
[তথ্য]
[নমুনা]
এখনো গেল না আঁধার [পূজা-১৫১]
[তথ্য]
[নমুনা]
এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে [পূজা-৫৬৮]
[তথ্য]
[নমুনা]
ওই ঝঞ্ঝার ঝঙ্কারে ঝঙ্কারে (ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে) [বিচিত্র-৫৪]
[তথ্য]
[নমুনা]
ওই বুঝি কালবৈশাখী [প্রকৃতি-১৭]
[তথ্য]
[নমুনা]
ওগো আমার প্রাণের ঠাকুর [পূজা-২১৫]
[তথ্য]
[নমুনা]
ওগো পথের সাথি নমি বারম্বার [পূজা-৫৬৫]
[তথ্য]
[নমুনা]
কার হাতে এই মালা তোমার পাঠালে [পূজা-৪৩]
[তথ্য]
[নমুনা]
কোথা বাইরে দূরে যায় রে উড়ে [প্রেম-৩২৭]
[তথ্য]
[নমুনা]
খোলো খোলো দ্বার [প্রেম-১১৪]
[তথ্য]
[নমুনা]
চোখ যে ওদের ছুটে চলে গো [বিচিত্র ৭৪]
[তথ্য]
[নমুনা]
ঝড়ে যায় উড়ে যায় গো [প্রেম-৩২৩]
[তথ্য]
[নমুনা]
দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে [পূজা-২০৪]
[তথ্য]
[নমুনা]
পুষ্প দিয়ে মারো যারে [পূজা-৫৯২]
[তথ্য]
[নমুনা]
প্রভু বলো বলো কবে [পূজা-৫৫]
[তথ্য]
[নমুনা]
বসন্ত, তোর শেষ ক’রে দে [প্রকৃতি-২১১]
[তথ্য]
[নমুনা]
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে [প্রকৃতি-২০৩]
[তথ্য]
[নমুনা]
বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে [পূজা-২৫৯]
[তথ্য]
[নমুনা]
বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল হানবে কি [পূজা-২০০]
[তথ্য]
[নমুনা]
বিশ্বজোড়া ফাঁদ পেতেছে, কেমনে দিই ফাঁকি [পূজা-১৮৭]
[তথ্য]
[নমুনা]
ভোর হল বিভাবরী, পথ হল অবসান [পূজা-২৭০]
[তথ্য]
[নমুনা]
মম চিত্তে নিতি নৃত্যে [বিচিত্র-৬]
[তথ্য]
[নমুনা]
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল [পূজা-৪১]
[তথ্য]
[নমুনা]
মোদের কিছু নাই রে [বিচিত্র-১২১]
[তথ্য]
[নমুনা]
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি [প্রকৃতি-২০৬]
[তথ্য]
[নমুনা]
যখন তোমায় আঘাত করি তখন চিনি [পূজা-২০৩]
[তথ্য]
[নমুনা]
যা ছিল কালো-ধলো [প্রেম-৮৭]
[তথ্য]
[নমুনা]
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি [পূজা-২০৫]
[তথ্য]
[নমুনা]
লুকিয়ে আস আঁধার রাতে [পূজা-৯০]
[তথ্য]
[নমুনা]
সুন্দর বটে তব অঙ্গদখানি [পূজা-৫১৭]
[তথ্য]
[নমুনা]