বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন
১৮ই
ফেব্রুয়ারি ১৯৭৯ খ্রিষ্টাব্দ
প্রথম জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ৬ বছর পর
দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি),
৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসন লাভ করেছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে
আওয়ামী লীগ৫৪ট আসন লাভ করে করেছিল। এই
নির্বাচনের সূত্রে
জিয়াউর
রহমান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রথম অধিবেশন বসেছিল ২ এপ্রিল।
ফলাফল ভোটদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) ৭,৯৩৪,২৩৬ ৪,৭৩৪,২৭৭ ১,৯৪১,৩৯৪ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৯৩১,৮৫১ বাংলাদেশ আওয়ামী লীগ (মিজান) ৫৩৫,৪২৬ জাতীয় আওয়ামী পার্টি (মুজাফ্ফর) ৪৩২,৫১৪ বাংলাদেশ গণ ফ্রন্ট ১১৫,৬২২ বাংলাদেশ সাম্যবাদী দল (ম্যাক্সিস্ট-লিনিয়েস্ট) ৭৪,৭৭১ বাংলাদেশ জাতীয় লীগ ৬৯,৩১৯ জাতীয় একতা পার্টি ৪৪,৪৫৯ বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ৩৪,২৫৯ বাংলাদেশ ডেমোক্রেটিক
পার্টি ৪৬২,১২৭ নির্দল ১,৯৬৩,৩৪৫ অবৈধ/ফাঁকা ৪০২,৫২৪ মোট ১৯,৬৭৬,১২৪
এই নির্বাচনে মোট ১২টি দল অংশগ্রহণ করেছিল। এছাড়া বেশ কিছু স্বতন্ত্র তথা
নির্দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। উল্লেখ্য সম্মিলিতভাবে নির্দলীয়
প্রার্থীরা মোট ১১টি আসন লাভ করেছিল। সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ৩০টি।
মোট সংগৃহীত ভোটের হার ৫১.৩%।
এই সংসদের মেয়াদকাল ছিলো ২ এপ্রিল, ১৯৭৯- ২৪
মার্চ, ১৯৮২ পর্যন্ত। ১৯৮১ খ্রিষ্টাব্দের ৩০শে মে-তে সংঘটিত একটি সামরিক
অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে
জিয়াউর
রহমান নিহত হন। এরপর
তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি হন। পরে ১৯৮৩
খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতি সাত্তারকে সরিয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেইন
মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি হন।
দল
শতকরা হার
প্রাপ্ত আসন
৪১.২
২০৭
২৪.৫
৩৯
১০.১
২০
৪.৮
৮
২.৮
২
২.২
১
০.৬
২
০.৪
১
০.৪
২
০.২
১
০.২
১
বাংলাদেশ গণতান্ত্রিক চাষী দল
বাংলাদেশ জনতা দল
বাংলাদেশ জাতীয় মুক্তি পার্টি
বাংলাদেশ লেবার পার্টি
বাংলাদেশ নেজাম-এ ইসলাম
বাংলাদেশ তাঁতি সমিতি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
গণ আজাদী লীগ
জাতিয়তাবাদী গণতান্ত্রিক দল
জাতীয় জনতা পার্টি
ন্যাশনাল আওয়ামী পার্টি (নেসার)
ন্যাশনাল আওয়ামী পার্টি (নুরুর-জাহিদ)
ন্যাশনাল রিপাব্লিকান পার্টি ফর পার্টি
পিপলস ডেমোক্রেটিক পার্টি
শ্রমিক কৃষক সমাজবাদী দল
ইউনাইটেড পিপলস পার্টি
ইউনাইটেড রিপাব্লিকান পার্টি
২.৪
০
১০.২
১৬
-
-
১০০
৩০০