গণজাগরণের সূত্রপাত এবং এর ধারাক্রম (২২ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত)
শাহবাগের গণজাগরণ-এর
আদ্যপাঠ
৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি
১১ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি
পরবর্তী অধ্যায় :
১ মার্চ থেকে
৭ মার্চ
২০১৩ খ্রিষ্টাব্দের ৫ ফেব্রুয়ারি [মঙ্গলবার], জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন। এই রায় প্রকাশের পর স্বাধীনতার স্বপক্ষীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় জন্ম নেয় শাহবাগ জনজাগরণ।
বিকেল
পাঁচটা ২০ মিনিটে উপস্থিত জনতাকে নিয়ে শপথ করেন ব্লগারস অ্যান্ড অনলাইন
নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। পূর্ব ঘোষিত রবিবারের জামায়াত-শিবিরের
হরতাল প্রতিরোধের আহ্বান জানানো হয়। এই হরতলা প্রতিরোধে ইমরান এইচ সরকার
‘একাত্তরে যে শক্তি বিরোধিতা করেছিল, বাংলাদেশে আজ ৪২ বছর পর সেই অপশক্তি তাদের
হিংস্র নখর দিয়ে ক্ষতবিক্ষত করছে বাংলাদেশকে। তারা আজ শহীদ মিনারে হামলা
চালিয়েছে। জাতীয় পতাকা ছিঁড়ে পদদলিত করেছে। এসব দেখে আজ মনে হচ্ছে, জাতির
পতাকা খামচে ধরেছে সেই পুরোনো শকুন। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই শকুনদের পরাজিত
করব। রোববার জামায়াত-শিবির যে হরতাল ডেকেছে, প্রতিটি গ্রাম, ইউনিয়ন, উপজেলা,
জেলা ও পাড়া-মহল্লায় আপনারা জামায়াত-শিবিরের সেই হরতালের বিরুদ্ধে প্রতিরোধ
গড়ে তুলুন। আমাদের পবিত্র এই দেশের এক ইঞ্চি জায়গাও জামায়াত-শিবিরকে ছাড়বেন
না।’
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম,
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিপ্লবী ছাত্র
সংহতির সভাপতি রাশিদুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক
মেহেদি হাসান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রমৈত্রীর
সভাপতি সালমান রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ
ও ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সামিয়া রহমান।
সমাবেশ পরিচালনা করেন ব্লগার মারুফ রসুল। নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ,
অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাংবাদিক অঞ্জন রায় ও যুব ইউনিয়নের সাংগঠনিক
সম্পাদক খান আসাদুজ্জামান সমাবেশে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জাহাঙ্গীর কবির নানক, সাংসদ ফজলে নূর তাপস, সিপিবির নেতা আহসান হাবিব ও জাসদের
নেত্রী শিরীন আখতার সমাবেশে সংহতি জানিয়েছেন।
এদিন নিহত ব্লগার ও শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে হত্যার হুমকির অভিযোগে ফারাবী নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে।
এদিন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্ধল গ্রামে হরতাল সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হন। এই সময় সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩০-৩৫ জন আহত হন। ধর্মভিত্তিক দলগুলোর ডাকে আজ সকাল সাতটার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কে অবস্থান নেন হরতাল সমর্থকেরা। ‘ইসলামের অবমাননা করা হয়েছে’—এমন অভিযোগ এনে তাঁরা গোবিন্ধল গ্রামের কিছু লোককে বিক্ষোভ মিছিলে যোগ দিতে প্রলুব্ধ করেন।
রবিবার দিবাগত রাতে, বাংলা একাডেমী প্রাঙ্গণে একুশের বইমেলায় অগ্নিকাণ্ডে প্রায় ৪২টি সটল পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের পিছনে জামাত-শিবিরের হাত আছে বলে অনেকে ধারণা করেন। আবার অনেকের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন ধরেছিল।
সূত্র :
ইন্টারনেট, বিভিন্ন দৈনিক পত্রিকা এবং অনুশীলনের সদস্যদের সংগৃহীত তথ্য।