দেখুন : শাহবাগের গণজাগরণ-এর আদ্যপাঠ

গণজাগরণের সূত্রপাত এবং এর ধারাক্রম (৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি)
২০১৩ খ্রিষ্টাব্দের ৫ ফেব্রুয়ারি [মঙ্গলবার], জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন। এই রায় প্রকাশের পর স্বাধীনতার স্বপক্ষীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় জন্ম নেয় শাহবাগ জনজাগরণ। নিচে এর দিবসানুক্রমে আন্দোলনের কার্যক্রম তুলে ধরা হলো।



শাহবাগ আন্দোলনের অগ্নিকন্যা লাকি আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্রী। তাঁর গ্রামের বাড়ির ফেনী। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। ঢাকার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ২০০৭ খ্রিষ্টাব্দে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে। শাহাবাগ আন্দোলনের প্রথম দিন থেকে সক্রিয় লাকী আক্তার এবং তিনি অবিরাম শ্লোগান দিয়ে উপস্থিত আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করে রাখেন। তাঁর দিনভর একনাগাড়ে তাঁর স্লোগান দেওয়ার ক্ষমতা দেখে সবাই বিস্মিত এবং মুগ্ধ।

পরবর্তী অধ্যায় : ১১ ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যান্ত
 সূত্র :
ইন্টারনেট, বিভিন্ন দৈনিক পত্রিকা এবং অনুশীলনের সদস্যদের সংগৃহীত তথ্য।