আক্কাদীয় সভ্যতা
প্রাচীন মেসোপটেমিয়া ইউফ্রেটিস (ফোরাত) টাইগ্রিস (দজলা) নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটেছিল।
 
আক্কাদিয়ান সাম্রাজ্যের প্রথম সম্রাট সার্গোন , সুমেরিয়ান সভ্যতার  উরুক নগরীর দখল করে। এই সূত্রে মেসোপটেমিয়ায় আক্কাদীয় শাসন শুরুর হয়। উল্লেখ্য খ্রিষ্টপূর্ব ৪০০০- ৩১০০ অব্দের দিকে ইউফ্রেটিস নদীর পূর্ব-প্রান্তে উরুক নগরী গড়ে উঠেছিল।