আন্দিজ পর্বতমালা
Andes Mountains
দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্ত সংলগ্ন  প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা। এই পর্বতমালার সাথে দক্ষিণ আমেরিকা মহাদেশের সাতটি দেশ যুক্ত রয়েছে। এগুলো হলো- আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, চিলি, পেরু, বলিভিয়া ও ভেনিজুয়েলা।

নামকরণ
এর দক্ষিঞ্চলকে কেন্দ্রীয় অংশ হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ বিজ্ঞানীদের  মতে প্রায় ২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে  দক্ষিণ আমেরিকান পাতের নিচে নাজকা পাত চাপা পড়লে, দক্ষিণ আমেরিকান পাতের প্রান্তীয় অংশ উত্থিত হতে থাকে। ৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এটি পর্বতে পরিণত হয়। বর্তমানে এই অংশ পেরু-চিলি ট্রেঞ্চ নামে অভিহিত হয়ে থাকে। এই অংশের উত্থান ঘটেছিল নাজকা পাত এবং দক্ষিণ আমেরিকান পাতের সংযোগ স্থল থেকে। বর্তমানে , এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পাত চাপা অঞ্চলের একটি। পাত চাপা পড়ার কারণে যে সকল আগ্নয়গিরির সৃষ্টি হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলো হলো-