চর্
বাংলা সকর্মক ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। 
উৎস: সংস্কৃতকৃ> প্রাকৃত √চর্ বাংলা √চর্।
ভাবগত অর্থ: বিচরণ করা
গণ: ব্যঞ্জনান্ত, (কর্ -গণ্)
প্রয়োজক ধাতু: √চর্ +আ=√চরা।
 
এই ধাতু থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদসমূহ।

চলিত রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ চরে চরেন চরেন চর চরিস চরি
ঘটমান চরছে চরছেন চরছেন চরছ চরছিস চরছি
পুরাঘটিত চরেছে চরেছেন চরেছেন চরেছ চরেছিস চরেছি
অনুজ্ঞা চরুক চরুন চরুন চরো চরিস  
অতীত সাধারণ চরল চরলেন চরলেন চরলে চরলি চরলাম
ঘটমান চরছিল চরছিলেন চরছিলেন চরছিলে চরছিলি চরছিলাম
পুরাঘটিত চরেছিল চরেছিলেন চরেছিলেন চরেছিলে চরেছিলি চরেছিলাম
নিত্যবৃত্ত চরত চরতেন চরতেন চরতে চরতিস চরতি
ভবিষ্যৎ সাধারণ চরবে চরবেন চরবেন চরবে চরবি চরতাম
ঘটমান চরতে থাকবে চরতে থাকবেন চরতে থাকবেন চরতে থাকবে চরতে থাকবি চরতে থাকব
পুরাঘটিত চরে থাকবে চরে থাকবেন চরে থাকবেন চরে থাকবে চরে থাকবি চরে থাকব
অনুজ্ঞা চরবে চরবেন চরবেন চরবে চরিস  
সাধু রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ চরে চরেন চরেন চর চরিস চরি
ঘটমান চরিতেছে চরিতেছেন চরিতেছেন চরিতেছ চরিতেছিস চরিতেছি
পুরাঘটিত চরিয়াছে চরিয়াছেন চরিয়াছেন চরিয়াছ চরিয়াছিস চরিয়াছি
অনুজ্ঞা চরুক চরুন চরুন চর চর্  
অতীত সাধারণ চরিল চরিলেন চরিলেন চরিলে চরিলি চরিলাম
ঘটমান চরিতেছিল চরিতেছিলেন চরিতেছিলেন চরিতেছিলে চরিতেছিলি চরিতেছিলাম
পুরাঘটিত চরিয়াছিল চরিয়াছিলেন চরিয়াছিলেন চরিয়াছিলে চরিয়াছিলি চরিয়াছিলাম
নিত্যবৃত্ত চরিত চরিতেন চরিতেন চরিতে চরিতিস চরিতাম
ভবিষ্যৎ সাধারণ চরিবে চরিবেন চরিবেন চরিবে চরিবি চরিব
ঘটমান চরিতে থাকিবে চরিতে থাকিবেন চরিতে থাকিবেন চরিতে থাকিবে চরিতে থাকিবি চরিতে থাকিব
পুরাঘটিত চরিয়া থাকিবে চরিয়া থাকিবেন চরিয়া থাকিবেন চরিয়া থাকিবে চরিয়া থাকিবি চরিয়া থাকিব
অনুজ্ঞা চরিবে চরিবেন চরিবেন চরিও চরি  

 



অসমাপিকা ক্রিয়া: