হট্
বাংলা সকর্মক ক্রিয়াপদ উৎপাদক হট্
উৎস: সংস্কৃত
হঠ্> হিন্দি হট্ বাংলা হট্
ভাবগত অর্থ: পিছনে সরে যাওয়া
গণ: ব্যঞ্জনান্ত, (কর্ -গণ্)
প্রয়োজক ধাতু: √হট্ +আ=√হটা।
এই ধাতু থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদসমূহ।

 
চলিত রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হটে হটেন হটেন হট হটিস হটি
টমান হটছে হটছেন হটছেন হটছ হটছিস হটছি
পুরাঘটিত হটেছে হটেছেন হটেছেন হটেছ হটেছিস হটেছি
অনুজ্ঞা হটুক হটুন হটুন হটো হটিস  
অতীত সাধারণ হটল হটলেন হটলেন হটলে হটলি হটলাম
ঘটমান হটছিল হটছিলেন হটছিলেন হটছিলে হটছিলি হটছিলাম
পুরাঘটিত হটেছিল হটেছিলেন হটেছিলেন হটেছিলে হটেছিলি হটেছিলাম
নিত্যবৃত্ত হটত হটতেন হটতেন হটতে হটতিস হটতি
ভবিষ্যৎ সাধারণ হটবে হটবেন হটবেন হটবে হটবি হটতাম
ঘটমান হটতে থাকবে হটতে থাকবেন হটতে থাকবেন হটতে থাকবে হটতে থাকবি হটতে থাকব
পুরাঘটিত হটে থাকবে হটে থাকবেন হটে থাকবেন হটে থাকবে হটে থাকবি হটে থাকব
অনুজ্ঞা হটবে হটবেন হটবেন হটবে হটিস  
সাধু রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হটে হটেন হটেন হট হটিস হটি
ঘটমান হটিতেছে হটিতেছেন হটিতেছেন হটিতেছ হটিতেছিস হটিতেছি
পুরাঘটিত হটিয়াছে হটিয়াছেন হটিয়াছেন হটিয়াছ হটিয়াছিস হটিয়াছি
অনুজ্ঞা হটুক হটুন হটুন হট সর্  
অতীত সাধারণ হটিল হটিলেন হটিলেন হটিলে হটিলি হটিলাম
ঘটমান হটিতেছিল হটিতেছিলেন হটিতেছিলেন হটিতেছিলে হটিতেছিলি হটিতেছিলাম
পুরাঘটিত হটিয়াছিল হটিয়াছিলেন হটিয়াছিলেন হটিয়াছিলে হটিয়াছিলি হটিয়াছিলাম
নিত্যবৃত্ত হটিত হটিতেন হটিতেন হটিতে হটিতিস হটিতাম
ভবিষ্যৎ সাধারণ হটিবে হটিবেন হটিবেন হটিবে হটিবি হটিব
ঘটমান হটিতে থাকিবে হটিতে থাকিবেন হটিতে থাকিবেন হটিতে থাকিবে হটিতে থাকিবি হটিতে থাকিব
পুরাঘটিত হটিয়া থাকিবে হটিয়া থাকিবেন হটিয়া থাকিবেন হটিয়া থাকিবে হটিয়া থাকিবি হটিয়া থাকিব
অনুজ্ঞা হটিবে হটিবেন হটিবেন হটিও হটি  

 



অসমাপিকা ক্রিয়া: