স্টাফ নোটেশান
ইংরেজি : Staff Notaion, Stave Notaion

যন্ত্রসঙ্গীতে বাদিত সুরের স্বরসমূহ এবং কণ্ঠসঙ্গীতে সুর ও সুরের বিচারে বাণীকে যে সকল সঙ্কেতের দ্বারা প্রকাশ করা হয়, তার সমষ্টিগত নাম স্বরলিপি। পাশ্চাত্যে একে বলা হয়
 Notaion

 

ভারতীয় স্বরলিপি বর্ণ-লেখন পদ্ধতি ভিত্তিক। এর সাথে কিছু সঙ্গীতের উপযোগী চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু পাশ্চাত্য স্বরলিপি হলো চিত্রভিত্তিক। এই পদ্ধতিতে কিছু রেখা এবং চিহ্ন সঙ্গীতের সুরকে উপস্থাপন করে মাত্র।  ভারতীয় পদ্ধতির মতো স্বরের জন্য আলাদা আলাদা চিহ্ন নেই। স্টাফ নোটেশনে অত্যাবশ্যকীয় সূত্রানুসারে স্বরের পরিচয় পাওয়া যায়। এই সূত্রগুলো হলো-

ভারতীয় সঙ্গীত পদ্ধতির মতো, স্টাফ নোটেশনে স্বরগুলোর জন্য কোনো পৃথক চিহ্ন নেই। মাত্রাজ্ঞাপক চিহ্নগুলো- স্টাফ বা স্বরপ্রকাশক অনুভূমিক রেখা সমন্বিত লেখচিত্রের উপর অবস্থান অনুসারে স্বর নির্দেশিত হয়ে থাকে। দেখুন- স্টাফ নোটেশান পদ্ধতিতে স্বরের সঙ্কেত নির্ধারিত হয় স্বরের সময়জ্ঞাপক চিহ্ন এবং স্টাফে স্বরের অবস্থান অনুসারে। সেই কারণে ভারতীয় সঙ্গীত পদ্ধতি অনুসারে যারা চিহ্নের ভিতর দিয়ে স্বরের নাম খুঁজতে যান, তাঁরা বিভ্রান্ত হন। এই কারণে স্টাফ নোটেশানে, স্বর-চিহ্ন চেনার আগে পরিচিত হতে হবে- স্টাফ, স্বরের সময়জ্ঞাপক চিহ্ন এবং এই চিহ্নটি স্টাফের কোথায় আছে, স্কেল ইত্যাদি। এই বিচারে স্টাফ নোটেশানের এই পাঠ তৈরি করা হয়েছে নিচের সূচির ভিত্তিতে। স্টাফ নোটেশানের সূচি