দেবযানী
নজরুলসৃষ্ট আঠারোটি রাগের ভিতরে এই রাগটিকে গণ্য করা হয়। জগৎঘটক-কৃত স্বরলিপি-গ্রন্থ নবরাগ-এর স্বরলিপির পাদটীকায় এই রাগ সম্পর্কে সামান্য আলোকপাত করা হয়েছে। জগৎঘটকের মতে- 'গারা ও খাম্বাজ যেন 'ণ ধ ন র্স-তে প্রবল হয়। এই রাগ পরিবেশনে 'মিয়া-কি-মল্লার' এড়িয়ে চলতে হবে।

আরোহণ: স র প, ণ ধ, র প, ণ ধ ন র্স
অবরোহণ: র্স ণ ধ প র স
ঠাট: খাম্বাজ
জাতি: ঔড়ব-ঔড়ব
বাদীস্বর: পঞ্চম
সমবাদী স্বর: ঋষভ
অঙ্গ: উত্তরাঙ্গ প্রধান
পকড় : স র প, ণ ধ প, র স ন্ স

এই রাগে কাজী নজরুল ইসলামের ১টি গান পাওয়া যায়। গানটি হলো-