মল্হার রাগাঙ্গ
ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে রাগাঙ্গ বিশেষ।
অন্যনাম:
মল্লার
এই অঙ্গের রাগসমূহ সাধারণত বর্ষা ঋতুতে গীত হয়। পৃথিবীর সকল মল
(আবর্জনা) বর্ষণের দ্বারা হরণ (অপসৃত) হয়। সেই কারণে এর নাম মল্হার।
এই রাগাঙ্গের
বৈশিষ্ট্য
- এর পূর্বাঙ্গে মর
মর প, বা মর মর প ব্যবহৃত হয়।
- উত্তরাঙ্গে ম প ণ
বা ম প ণ ন র্স ব্যবহৃত হয়। তবে এর প্রশান্ত রূপটি প্রকটিত করার জন্য
র্সণধনর্স
প্রয়োগ করা হয়।
-
মল্লারে অপর সুরশৈলী র প
ম প ধ র্স ধ প ম ।
- এই অঙ্গের কোনো কোনো রাগে কোমল গান্ধার ব্যবহারে শান্ত
ও গম্ভীর ভাব প্রকাশ করে।
- মল্হার অঙ্গের রাগে
উল্লিখিত সুরশৈলীর অন্তত একটি
রূপ ব্যবহৃত হয়ে থাকে।
- এর সুরাঙ্গের
প্রকৃতি গম্ভীর ও শান্ত । চলনে মীড়ের প্রাধান্য রয়েছে। বিশেষ
করে রপ, ণ র্স-তে মীড়ের বিশেষভাবে লক্ষ্য
করা যায়।
মল্হার অঙ্গের রাগ সমূহ
এই অঙ্গের আদি রাগ হিসেবে 'মেঘ' বা মেঘ-'মল্হার'-কে বিবেচনা করা
হয়।
-
গৌড় মল্লার:
উত্তরাঙ্গে মল্লারের র প ম প ধ র্স
ধ প ম- ব্যবহৃত হয়। মূলত গৌড় রাগের সাথে
মরপ যুক্ত হয়ে গৌড় রাগ হয়ে যায়, গৌড় মল্লার
-
চর্জু-কি-মল্লার : পূর্বাঙ্গে 'প জ্ঞ র, জ্ঞম র মপ'
সুরশৈলী মল্লার অঙ্গকে প্রকাশ করে থাকে।
- জয়ন্ত মল্হার:
: উত্তরাঙ্গে 'ণ ধ ন প'
সুরশৈলী মল্লার অঙ্গকে প্রকাশ করে থাকে।
- দেশ মল্হার
- ত্রিভুবন মল্হার
-
ধুড়িয়া মল্লার
- নট মল্লার:
এই রাগে উত্তরাঙ্গে মল্লারের ম র প, মপ ধ র্স
সুরশৈলী ব্যবহৃত হয়।
- নায়কী মল্হার
- পট মল্হার
- বসন্তী মল্হার
- বাহার মল্হার
- বিলাবল মল্হার
-
মিঞা কি মল্লার: এই রাগে উত্তরাঙ্গে ম্প্ ণ্ধ্, ন্স
ব্যবহৃত হয়।
-
মীরা বাঈকী মল্হার:
- মেঘমল্হার:
- রামদাসি মল্হার
- রূপমঞ্জরী মল্হার:
- শুদ্ধ মল্লার:
এই রাগের অবরোহণে মল্লারের রূপ পাওয়া যায়, র্সধণপ, সুরশৈলীর
মধ্যামে
- সুরমল্হার
- সুরাট মল্হার
- সোহন মল্হার
তথ্যসূত্র: