মল্‌হার রাগাঙ্গ
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগাঙ্গ বিশেষ।
অন্যনাম:
মল্লার

এই অঙ্গের রাগসমূহ সাধারণত বর্ষা ঋতুতে গীত হয়। পৃথিবীর সকল মল (আবর্জনা) বর্ষণের দ্বারা হরণ (অপসৃত) হয়। সেই কারণে এর নাম মল্‌হার।

এই রাগাঙ্গের বৈশিষ্ট্য
মল্‌হার অঙ্গের রাগ সমূহ
এই অঙ্গের আদি রাগ হিসেবে 'মেঘ' বা মেঘ-'মল্‌হার'-কে বিবেচনা করা হয়।
তথ্যসূত্র: