শুদ্ধ মল্লার
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত মল্লার অঙ্গের রাগ বিশেষ। অবরোহে কোমল নিষাদের ব্যবহারের ফলে মল্লার রূপ প্রকাশ পায়। এর আরোহে গান্ধার ও নিষাদ বর্জিত। ফলে আরোহণের সরল চলন অনেকটা দুর্গার মতো শোনায়। কিন্তু আরোহণে ম রপ, সুরশৈলী দিয়ে প্রথমেই মল্লারের রূপ প্রকাশ করে, দুর্গা থেকে এই রাগটি পৃথক হয়ে যায়। অবরোহণে বক্রভাবে কোমল নিষাদের ব্যবহারে (র্সধণপ) মল্লাহারের রূপ ফুটে ওঠে।

আরোহণ: স র ম প ধ র্স
অবরোহণ: র্স ধ ণ প ম, র স
ঠাট: কাফি
জাতি: ঔড়ব (গান্ধার ও নিষাদ বর্জিত)-ষাড়ব (গান্ধার বর্জিত)
বাদীস্বর:
সমবাদী স্বর:
অঙ্গ: উত্তরাঙ্গ
রাগাঙ্গ: মল্লার
সময়য়: রাত্রি তৃতীয় প্রহর
ঋতু: বর্ষা

চলন: ম র প, ম ধ প, ধ প ম, র প, ম প ধ র্স, ধ ণ প, ম র সা। চলনে রম গমকযুক্ত হওয়া কোমল গান্ধারের প্রভাব পড়ে।


তথ্যসূত্র: