জয়ন্ত মল্লার রাগ
উত্তর
ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
কাফি ঠাটের অন্তর্গত
মল্লার রাগের
বিশেষ। এর দুই প্রকার আরোহণ-অবরোহণ প্রচলিত আছে। জয়জয়ন্তী
ও মিয়াকি মল্লহার-এর মিশ্রণে এই রাগটি সৃষ্টি হয়েছে। এই রাগে রাগের প্রভাব
অত্যন্ত প্রবল। এই রাগের রাগের
জয়জয়ন্তীর শৈলী:
'র গ মপ ম গর
জ্ঞরস ' সুরশৈলীতে পাওয়া যায় 'জয়জয়ন্তী'।
ন র্স, ন র্স র ণ ধ প গ ম গর
মিয়কি মল্লার-এর সুরশৈলী:
মরপ জ্ঞমরস
মপ ণধনর্স
আরোহণ: স র
প ম ণ ধ ন র্স /স
মর, প ণ ধ ন র্স
অবরোহণ: র্স ধ ম
প, ধপম, গর জ্ঞরস/র্স
ধ ণ ম প, ধ প ম গ র জ্ঞ র স
ঠাট:
কাফি
জাতি:
ষাড়ব (গান্ধার বর্জিত)-সম্পূর্ণ।
বাদীস্বর:
প/র
সমবাদী
স্বর: স
অঙ্গ:
উত্তরাঙ্গ।
রাগাঙ্গ:
মল্লার
সময়: রাত্রি
তৃতীয় প্রহর
ঋতু: বর্ষা
তথ্যসূত্র:
- রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ
পাবলিসার্স। কলিকাতা। ফেব্রুয়ারি ২০০৭। পৃষ্ঠা ১৫।