রেবা (রাগ)

উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর নিকটবর্তী রাগ বিভাস। 

    আরোহণ:  স ঋগ, পদস

    অবরোহণ : র্স দপ, গঋস

    ঠাট : ভৈরব

    জাতি : ঔড়ব-ঔড়ব (মধ্যম ও নিষাদ বর্জিত)।

    বাদীস্বর : ঋ

    সমবাদী স্বর : দ

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : সন্ধ্যাকালীন রাগ।
    পকড় : সঋ স, দ্‌সঋ স, গঋ দ্‌ঋস।

 


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।