রবিচন্দ্রা
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি রাগ বিশেষ। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে শার্দুলের উদ্ধৃতিতে এই রাগের উল্লেখ করা হয়েছে হিন্দোল গ্রামরাগের বিভাষা রাগ হিসেবে। বৃহদ্দেশীতে এই রাগের খণ্ডিত পরিচয় পাওয়া যায়।

বৃহদ্দেশীতে বর্ণিত রবিচন্দ্রা রাগের পরিচিতি
ভাষারাগ: হিন্দোল
রাগ প্রকৃতি: বিভাষা রাগ
জাতি: ষাড়বষৱাড়ব (ধৈবত বর্জিত)
গ্রহস্বর: মধ্যম
অংশস্বর: নিষাদ
বৃহদ্দেশীতে বর্ণিত রবিচন্দ্রা রাগের আক্ষিপ্তিকা।

তথ্যসূত্র:
  • বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার। ১৯৯২।  পৃষ্ঠা: ২৪২