সুমরাই-কানাড়া
উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর অঙ্গ কানাড়া। রাগটি অপ্রচলিত। সারং এবং কানাড়া'র মিশ্রণে এই রাগের সৃষ্টি হয়েছে। এই রাগে ঘুরে ফিরে জ্ঞমরসা উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন সময় সাহানা এবং নায়েকি কানাড়ার রূপ এই রাগে পাওয়া যায়। এই রাগের প্রকৃতি গম্ভীর।

   আরোহণ : ণ্‌স র জ্ঞ, ম প ণ  র্স
  
অবরোহণ : র্স ধ, ণ প, জ্ঞমরসা। 

   ঠাট : কাফি
   জাতি
: ষাড়ব (ধৈবত বর্জিত)-সম্পূর্ণ
  
বাদীস্বর : ষড়্‌জ
  
সমবাদী স্বর : পঞ্চম
  
অঙ্গ :  পূর্বাঙ্গ।
  
সময় : দিবা দ্বিতীয় প্রহর 
  
পকড় : ণ্‌সরজ্ঞ, মরস।


সূত্র :
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।