প্রাচীন
ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত
ভাষারাগ বিশেষ ।
খ্রিষ্টীয়
পঞ্চম শতাব্দীতে
যাষ্টিক
এই রাগের প্রথম নামোল্লেখ করেছিলেন। সে সময়ে ভিন্নপঞ্চমী ছিল
ককুভ
গ্রামরাগের অন্তরভুক্ত একটি ভাষা রাগ।
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত মতঙ্গের রচিত 'বৃহদ্দেশী' গ্রন্থে
যাষ্টিকের
উদ্ধৃতিতে এই ভাষারাগ সম্পর্কে বলা হয়েছে। বৃহদ্দেশীতে
[পৃষ্ঠা: ২১৪] । এই রাগে কাকলি নিষাদ ব্যবহৃত হতো। এই রাগে নিষাদ-পঞ্চম এবং ঋষভ-ধৈবতে স্বরসংবাদ হয়।
এই রাগের কাকলি নিষাদ ধৈবতের সাথে মিশ্র স্বর হিসেবে গীত
হতো। এতে ষড়্জ-কাকলি
নিষাদ এবং পঞ্চম ঋষভের স্বরসঙ্গতি হতো। কাশ্যপের মতে এই রাগে
গান্ধার বর্জিত ছিল। গ্রাম: ষড়্জগ্রাম
গ্রামরাগ:
ককুভ
রাগ প্রকৃতি:
ভাষারাগ
জাতি: ষাড়ব -ষাড়ব (গান্ধার
বর্জিত)
অংশস্বর:
ধৈবত
অপন্যাস স্বর: মধ্যম
ন্যাস স্বর:
ঋষভ
'বৃহদ্দেশী' গ্রন্থে বর্ণিত ভিন্নপঞ্চমী রাগের
আক্ষেপ্তিকা

সূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র।
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। অনুবাদ: সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।