ভিন্নপৌরালী
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি রাগ বিশেষ।  এটি হিন্দোলকে গ্রামরাগের অন্তর্গত একটি ভাষা রাগ। বৃহদ্দেশীতে এই রাগের যে পরিচয় পাওয়া যায়, তা হলো-

ভিন্নবলিতা রাগের পরিচিত
গ্রাম: ষড়্‌জ গ্রাম
গ্রামরাগ: হিন্দোল
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ষড়্‌জ

এই রাগের যে স্বরালাপ দেখানো হয়েছে, তা হলো-

মা মা মা মা মা মা পা মা পা পা নী সা সা গম পা নী
সা ধা ধা গা মা মপ রিস  নিনি  সা মা  গরি  সা মা  গরি সা
নী সা

তথ্যসূত্র: