ভূপালটোড়ি

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
ভৈরবী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। নামের সাথে টোড়ি থাকলেও এর আবশ্যকীয় স্বর  কড়ি মধ্যম ব্যবহৃত হয় না। একই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিলাসখানি টোড়ি -তে

  আরোহণ: স ঋ জ্ঞ প দ র্স
অবরোহণ : র্স দ প  গ ঋ স
ঠাট : ভৈরবী
জাতি : ঔড়ব-ঔড়ব (মধ্যম ও নিষাদ বর্জিত)।
বাদীস্বর : কোমল ধৈবত
সমবাদী স্বর : কোমল গান্ধার
অঙ্গ :  উত্তরাঙ্গ।
সময় : প্রাতঃকাল।
পকড় : দপ, জ্ঞপ, দপ, জ্ঞর জ্ঞঋস।

 

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।