অগর্বিণী
বানান বিশ্লেষণ: অ+গ্+র্+ব্+ই+ণ্+ঈ
উচ্চারণ: [.গোর্‌ব্‌.বি.নি] [ɔ.gorb.bi.ni]
শব্দ-উৎস: সংস্কৃত র্ব্বিণী> বাংলা অগর্বিণী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: গর্ব নাই এমন নারী।

সমার্থক শব্দা
বলি: অকত্থনা, অগর্বা, অগর্বিতা, অগর্বিণী, অনহংকৃতা, অনুদ্ধতা, অহংকারশূন্যা, আত্মশ্লাঘাহীনা, আত্মঅহংকারহীনা, গর্বরহিতা, গর্বহীনা, দর্পহীনা, দর্পশূন্যা, নিরহংকারিণী, বিনীতা।
বিপরীতার্থক শব্দ:
গর্বিণী (ভাবার্থে)
                         
অগর্বী [পুংলিঙ্গার্থে]