অগর্বী
বানান বিশ্লেষণ: অ+গ্+র্+ব্+ঈ
উচ্চারণ: [.গোর্‌ব্‌. বি] [ɔ.gorb.bi]
শব্দ-উৎস: সংস্কৃত अगर्व्वी (র্ব্বী)>বাংলা অগর্বী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: গর্ব নাই এমন পুরুষ।

সমার্থক শব্দা
বলি: অকত্থন, অগর্ব, অগর্বিত, অগর্বী, অনহংকৃত, অনুদ্ধত, অহমিকাশূন্য, অহংকারশূন্য, আত্মশ্লাঘাহীন, আত্ম-অহংকারহীন, গর্বরহিত, গর্বহীন, দর্পশূন্য, দর্পহীন, নিরহঙ্কার, নিরহংকারী, বিনীত
বিপরীতার্থক শব্দ:
অগর্বিণী [স্ত্রীলিঙ্গার্থে]
                         
গর্বী [ভাবার্থে]