বিনীত
বানান বিশ্লেষণ: ব্+ই+ন্+ঈ+ত্+অ
উচ্চারণ: ি.ি. (bi.ni.o)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি+ নীত {নী (আনয়ন করা)+ত (ক্ত), কর্মবাচ্য}
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:  যে অহংকারশূন্যতার কারণে নিজেক অবনত রাখেন।
সমার্থক শব্দাবলি: অকত্থন, অগর্ব, অগর্বিত, অগর্বী, অনহংকৃত, অনুদ্ধত, অহমিকাশূন্য, অহংকারশূন্য, আত্মশ্লাঘাহীন, আত্ম-অহংকারহীন, গর্বরহিত, গর্বহীন, দর্পশূন্য, দর্পহীন, নিরহঙ্কার, নিরহংকারী, বিনীত।
বিপরীতার্থক শব্দ: বিনীতা [স্ত্রীলিঙ্গার্থে]