অগর্ব
বানান বিশ্লেষণ: অ+্+র্+ব্+অ
উচ্চারণ:  [ɔ.gɔrb.bo] (.গর্‌ব্‌. বো)
শব্দ-উৎস: সংস্কৃত র্ব্ব>বাংলা অগর্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. অ-গর্ব {গর্ব (অহঙ্কার করা) +অ (ঘঞ্), ভাববাচ্য}

    অ (ন) গর্ব/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য। 
অনহংকৃতি
, অবনতি, অহংকারহীনতা, আনতি, নতি, নমনশীলতা, নমনীয়তা, নম্রতা, নম্রভাব, প্রণতি, বিনমন, বিনয়, বিনতি, শিষ্টতা, সন্নতি।
বিপরীতার্থক শব্দ: গর্ব [ভাবার্থে]
 

২. অ (নাই) কত্থন যাহার/নঞ্ বহুব্রীহি সমাস

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ: যে অহংকারী নয় এমন।
সমার্থক শব্দাবলি:
অকত্থন, অগর্ব, অগর্বিত, অগর্বী, অনহংকৃত, অনুদ্ধত, অহমিকাশূন্য, অহংকারশূন্য, আত্মশ্লাঘাহীন, আত্ম-অহংকারহীন, গর্বরহিত, গর্বহীন, দর্পশূন্য, দর্পহীন, নিরহঙ্কার, নিরহংকারী, বিনীত
উদাহরণ: তুমি অগর্ব জন
বিপরীতার্থক শব্দ: অগর্বা [স্ত্রীলিঙ্গার্থে]
 


সূত্র :