অকাল-কুসুম
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ-ক্+উ+স্+উ+ম্+অ
উচ্চারণ:
ɔ.kal.ku.ʃum (অ.কাল্.কু.শুম্)
শব্দ-উৎস: সংস্কৃত অকাল> বাংলা অকাল
শব্দ-উৎস: সংস্কৃত অকাল + কুসুম > বাংলাঅকালকুসুম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অকালজাত যে কুসুম/ মধ্যপদলোপী কর্মধারয় সমাসপদ: বিশেষ্য
অর্থ: বাংলা বাগ্‌ধারা। এর আক্ষরিক অর্থ হলো—অসময়ে জাত ফুল। ব্যবহৃত অর্থ- অসম্ভব ব্যাপার।