কুসুম
বানান বিশ্লেষণ:
ক্+উ+স্+উ+ম্+অ
উচ্চারণ:
ku.ʃum (কু.শুম্)
শব্দ-উৎস: সংস্কৃত কুসুম> বাংলা কুসুম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কুস্ (দীপ্তি পাওয়া) + উম, কর্মবাচ্য
পদ: বিশেষ্য পদ: বিশেষ্য

পদ: বিশেষণ

অর্থ: ডিমের অভ্যন্তরে কুসম নামক অংশের উষ্ণতা
সমার্থক শব্দবলি: অল্পগরম, সহনীয় গরম।

উদাহরণ: কুসুম গরম।


সূত্র: