কুসুম
বানান বিশ্লেষণ:
ক্+উ+স্+উ+ম্+অ
উচ্চারণ:
ku.ʃum (কু.শুম্)
শব্দ-উৎস: সংস্কৃত কুসুম> বাংলা কুসুম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কুস্ (দীপ্তি পাওয়া) + উম, কর্মবাচ্য
পদ: বিশেষ্য
১. বৃক্ষকে দীপ্ত করে এই অর্থে কুসুম। সপুষ্পক উদ্ভিদের শোভাযুক্ত এবং রঙিন প্রজনন অঙ্গ।
সমার্থক শব্দবলি: কুসুম,পুষ্প, ফুল্ল, ফুল

২. ঋতুশ্রাব অন্তে নারীর গর্ভাশয়ে যে ডিম্ব প্রস্ফুটিত হয়। এই ডিম্ব যখন ঋতুকালে নষ্ট হয়ে যায়, তখন তাকে রজঃ বলা হয়।
সমার্থক শব্দবলি: কুসুম,পুষ্প, ফুল, রজ (বিনষ্ট কুসুম)।


ovum, egg cell -- (the female reproductive cell; the female gamete)
=> gamete (জননকোষ )-- (a mature sexual reproductive cell having a single set of unpaired chromosomes)
=> reproductive cell, germ cell, sex cell -- (a spermatozoon or an ovum)
=> cell -- ((biology) the basic structural and functional unit of all organisms; they may exist as independent units of life (as in monads) or may form colonies or tissues as in higher plants and animals)
=> living thing, animate thing -- (a living (or once living) entity)
=> object, physical object -- (a tangible and visible entity; an entity that can cast a shadow; "it was full of rackets, balls and other objects")
=> physical entity -- (an entity that has physical existence)
=> entity -- (that which is perceived or known or inferred to have its own distinct existence (living or nonliving))


৩. ডিমের ভিতরে গোলাকার ঘন হলদে অংশ।

পদ: বিশেষণ

১. ডিমের ভিতরে রক্ষিত কুসুমের ন্যায়
সমার্থক শব্দবলি: অল্পগরম, সহনীয় গরম।

উদাহরণ: কুসুম গরম।