পুষ্প
বানান বিশ্লেষণ: প্+উ+ষ্+প্+অ
উচ্চারণ:
puʃ.po (পুশ্.পো্)
শব্দ-উৎস: সংস্কৃত পুষ্প> বাংলা পুষ্প।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পুষ্প্ (বিকসন) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য

১. যা বৃক্ষকে শোভিত বা বিকসিত করে এই অর্থে পুষ্প। সপুষ্পক উদ্ভিদের শোভাযুক্ত এবং রঙিন প্রজনন অঙ্গ।
সমার্থক শব্দবলি: কুসুম, পুষ্প, ফুল্ল, ফুল