অকাল
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ
উচ্চারণ:
ɔ.kal
(অ.কাল্)
শব্দ-উৎস:
সংস্কৃত অকাল>
বাংলা অকাল
- রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (অপ্রশস্ত, অশুভ)
কাল (সময়) যাহার/
নঞ্ বহুব্রীহি সমাস
- পদ:
বিশেষণ
- অর্থ: যা সময় ছাড়া অন্য সময়কে নির্দেশ করে। এখানে 'অন্য
সময়' অর্থটি 'অপ্রশস্ত' বা
'অশুভ'
অর্থকে প্রকাশ করে।
- সমার্থক শব্দাবলি: অকালিক, অনুচিতকাল,
অপ্রাপ্তকাল, অসমায়িক
-
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ (নয়) কাল (সময়) যাহার/
নঞ্ তৎপুরুষ সমাস
-
পদ:
বিশেষ্য
।
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সময়-কাল |
মৌলিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
- অর্থ:
- অপ্রশস্ত সময় (অসময়, অনুচিতকাল, অযোগ্যকাল)
-
অপরিণত কাল (অসময়, অপূর্ণকাল, অপ্রাপ্তকাল।
-
অশুভকাল (অকাল, অশুভকাল, অশুভসময়,
অশুদ্ধকাল, কুকাল)
- যথাসময়ে নয় (অকাল)
- উদাহরণ:
অকাল-কুষ্মাণ্ড, অকাল-কুসুম, অকালজলদোদয়, অকালমেঘোদয়
যুক্ত শব্দ:
অকালকুষ্মাণ্ড,
অকালকুসুম,
অকালজ,
অকালজলদোদয়,
অকালজা,
অকালজাত,
অকালজাতা,
অকালজ্ঞ,
অকালজ্ঞা,
অকালপক্ব,
অকালপক্বতা,
অকালবর্ষণ,
অকাল-বার্ধক্য,
অকালবৃদ্ধ,
অকাল-বৃদ্ধা,
অকালবৃষ্টি,
অকালবোধন,
অকালমরণ,
অকালমৃত,
অকালমৃতা,
অকালমৃত্যু,
অকালমেঘোদয়,
অকালসন্ধ্যা,
অকালসহা।