কাল
বানান বিশ্লেষণ: ক্+আ+ল্+অ
উচ্চারণ:
kal
(কাল্)
শব্দ-উৎস:
সংস্কৃত কালঃ>
বাংলা কাল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
কল্
(গণনা করা)
+
অ (ঘঞ্),
কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সময়-কাল |
মৌলিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
- অর্থ: সময়ের পরিমাপগত দশা। বাংলা ভাষায় এই পরিমাপকে
নানা অর্থে প্রকাশ করা হয়। যেমন-
- সময় নামক প্রপঞ্চের পরিমাপক
- সময় (রাত্রিকাল, দিবসকাল)
-
বার্ষিক অবস্থার ঋতুভিত্তিক মান
(গ্রীষ্মকাল,
বর্ষাকাল, শরৎকাল,
হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল)
-
দিবস নির্দেশেক সময় (গতকাল, আগামীকাল)
-
সমার্থক
শব্দাবলী: কল্য (আগামীকল্য)
-
সামগ্রিক সময়ের বিচারে পর্যায়ভিত্তিক সময়-মান
(একাল, সেকাল,
মহাকাল)।
-
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।।
-
চঞ্চল চীএ পইঠো কাল/লুইপাদানাম্। চর্যাগীতিকা-১।
-
মানবজীবনের সময়জ্ঞাপক অবস্থা বা দাশ
-
মানব জীবনের বয়সগত অবস্থা (শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল,
পৌঢ়কাল, বৃদ্ধকাল)
-
সংকট অবস্থা চলার সময় (আপৎকাল, সঙ্কটকাল)
-
মৃত্যু অর্থে (অন্তিমকাল, মরণকাল)
-
সমার্থক শব্দাবলী:
যম,
মৃত্যু,
মরণ,
বিনাশ
(কালে পতিত হওয়া)।
-
যথার্থ সময় (যথাকাল, উচিৎকাল)
-
কার্যনিরূপক পূর্ণসময় মান (কার্যকাল,
কর্মকাল, শাসনকাল)
-
সর্বনাশের কারণ (ওই ছেলেই হলো
মোর কাল)।
-
ব্যাকরণে- ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য সময়কে কাল বলা হয়। যেমন- অতীতকাল, বর্তমানকাল ইত্যাদি।
-
রাগসঙ্গীত পরিবেশনের
সময়। একে বলা হয় কাল বা ক্রিয়াকাল।
সর্বার্থে যৌগিক শব্দ:
-
পূর্বপদে কাল:
কালকল্প, কালকুণ্ঠ, কালকূট, কালক্রম, কালক্ষয়,
কালক্ষেপ, কালক্ষেপণ, কালগ্রন্থি, কালগন্ধ, কালগ্রাস, কালঘাম, কালঘুম, কালচক্র, কালচিন্তক, কালচিহ্ন,
কালজ্যৈষ্ঠ, কালজ্ঞ, কালজ্ঞান, কালঞ্জর, কালতুল্য, কালত্রয়,
কালত্রয়জ্ঞ, কালত্রি, কালদণ্ড, কালধর্ম,
কালনাগিনী, কালনাথ, কালনিদ্রা, কালনিধি, কালনিবন্ধন, কালনিয়োগ,
কালনিরূপণ, কালনির্ণয়, কালনিশা, কালপক্ব, কালপর্যায়, কালপাশ,
কালপুরুষ, কালপূর্ণ, কালপেচক, কালপেঁচা, কালপ্রবাহ, কালপ্রবোধক,
কালপ্রভাত, কালপ্রভাব, কালপ্রাপ্ত, কালপ্রেরিত, কালবিৎ, কালবিপ্রকর্ষ,
কাকবিভক্তি, কালবিলম্ব, কালবৃদ্ধি, কালবেলা, কালবৈশাখী, কালভৈরব,
কালমান, কালমুখী, কালযাপন,কালরাতি, কালরাত্র, কালরাত্রি, কালশুদ্ধি,
কালশ্রোত, কালসংগ্রহ,
কালসংরোধ, কালসমুদ্র, কালসম্পন্ন, কালসূত্র, কালসূর্য, কালস্বরূপ, কালহর, কালহরণ, কালহানি,
কালহার, কালহুতাসন।
-
পরপদে কাল: অতীতকাল,
আগামীকাল, আজকাল,
একাল, গতকাল,
বর্তমানকাল, ভবিষ্যৎকাল,
মহাকাল,
সেকাল
-
মানবজীবনের
জীবনাবসানের
ক্ষেত্রে মৃত্যুর প্রতীকী শব্দ। (কালদণ্ড, কালপাশ, কালকূট, কালদূত)
কাল
বাংলাতে এই শব্দটি বেশিরভাগ সময় কালো বানানে লেখা হয়
বানান বিশ্লেষণ: ক্+আ+ল্+অ
উচ্চারণ:
ka.lo
(কাল্)
শব্দ-উৎস:
সংস্কৃত কাল>
বাংলা কাল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
-
যৌগিক শব্দ:
-
পূর্বপদে
কাল: কালকচু, কালচিটা, কালনাগিনী, কালপৃষ্ঠ, কালমুখ, কালমূষা, কালমেঘ, কালযবন, কালযাপ, কালরঙ,
কালশিটা, কালশিরা, কালসর্প, কালসাপিনী, কালসার
- চর্যাগীতিকোষ। নীলরতন সেন।
সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১। পৃষ্ঠা: ২, ১২৯
-
চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫। পৃষ্ঠা: ১১৩।
চর্যাগীতি প্রসঙ্গ। সৈয়দ আলী
আহসান। মৌলি প্রকাশনী। জুন ২০০৩। পৃষ্ঠা: ১৪৮।
-
চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই
২০০৯।পৃষ্ঠা: ১৫-১৬।
-
চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ।
অগ্রহায়ণ ১৪০২। পৃষ্ঠা: ৬৩।
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ১৪১।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ৬১৩-৬১৭।
- বাংলা একাডেমী
ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। পৃষ্ঠা: ২৫৭-২৫৮।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৫০৯-৫১৩।
-
ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল
ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। পৃষ্ঠা: ১৮২।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ
২০০০। পৃষ্ঠা: ২৪৮-২৪৯।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ২৭৭-২৭৯।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০। পৃষ্ঠা: ১৩৩-১৩৪।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ১৮৬-১৮৭।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি,
হুগলী। ১৪০৮ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৩৯-১৪০।
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান। রামকমল বিদ্যালঙ্কার।
১২৯৫ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৪৬৯-৪৭২।
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ৩৬৫-৩৬৭।
- হাজার বছরের পুরাণ বাঙ্গালা
বৌদ্ধ গান ও দোঁহা, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয়
সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩। পৃষ্ঠা: ১
- wordnet 2.1