অকালবোধন
বানান বিশ্লেষণ : অ+ক্+আ+ল্+অ+ব্+ও+ধ্+অ+ন্+অ।
উচ্চারণ:
ɔ.k
al.bo.ʰon (অ.কাল্.বো.ধোন্)

শব্দ-উৎস: সংস্কৃত কা + সংস্কৃত  বোধন>বাংলা অকালবোধন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: এর সরলার্থ অসময়ে আহ্বান বা অসময়ে জাগরণ। হিন্দু পৌরাণিক কাহিনি মতে- রাবণবধের জন্য শরৎকালের আশ্বিন মাসে
রামচন্দ্র, দুর্গা-দেবীকে জাগিয়েছিলেনএই জাগরণকেই অকালবোধন বলা হয়এই জাগরণের কারণেই বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়উল্লেখ্য দুর্গা পূজার আদি সময় হিসাবে বসন্তকাল নির্ধারিত রয়েছেএই পূজা বাসন্তী পূজা নামে খ্যাত।