অকালমৃতা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+ম্+ঋ+ত্+আ
উচ্চারণ: [অ.কাল্.মৃ.তা] [
ɔ.kal.mri.t̪a]
শব্দ-উৎস: সংস্কৃত অকাল+মৃতা=অকালমৃতা> বাংলা =অকালমৃতা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষণ
অর্থ: পরিণত বয়সের আগে মৃত্যু হয়েছে এমন নারী।
সমার্থক শব্দাবলি: অকালমৃতা।
বিপরীতার্থক শব্দ: অকালমৃত [স্ত্রীলিঙ্গার্থে]