অকালজাত
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+জ্+আ+ত্+অ
উচ্চারণ:
ɔ.ka.lo.ɟa.t̪o (অ.কা.লো.জা.তো)
শব্দ-উৎস: সংস্কৃত অকালজাত> বাংলা অকালজাত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অকাল + জাত
{ জন্ (জন্মগ্রহণ করা) + ত (ক্ত), কর্তৃবাচ্য }। পদ: বিশেষণ
অর্থ:
১. অকালে (অসময়ে) জন্ম হয়েছে এমন।
সমার্থক শব্দাবলি: অকালে উৎপন্ন, অসময়ে উৎপন্ন, অকালজ, অকালজাত।
২. নির্ধারিত সময়ের পূর্বে বা পরে জন্মেছে এমন।
    ২.১. অপূর্ণকালজ
    ২.২. অতি পূর্ণকালজ
বিপরীতার্থক শব্দ: অকালজাতা [স্ত্রীলিঙ্গার্থে]