অকালবার্ধক্য
বানান বিশ্লেষণ:
অ+ক্+আ+ল্+অ-ব্+আ+র্+ধ্+অ+ক্+য্+অ
উচ্চারণ:
ɔ.kal.bard̪.d̪ʰok.ko
(অ.কাল্.বার্দ্.ধোক্.কো)
শব্দ-উৎস:
সংস্কৃত
অকাল
(অপরিণত কাল)+
বার্ধক্য
>
বাংলা
অকালবার্ধক্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অকালগত যে
বার্ধক্য
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
জীবনকাল
|
সময়-কাল
|
মৌলিক পরিমাপ
|
মাপ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
| }
অর্থ:
অকালে
(অপরিণত কাল বা অসময়) আগত বৃদ্ধাবস্থা।