১. ঊর্ধ্বক্রমবাচকতা { | সরললোক | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: বাংলা বাগ্ধারা। এর আক্ষরিক অর্থ অসময়ে উৎপন্ন কুমড়া। হিন্দু পৌরাণিক গ্রন্থ মহাভারতের মতে— ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী অসময়ে কুমড়ার আকৃতি বিশিষ্ট একটি মাংসখণ্ড প্রসব করেন। পরে এই মাংসখণ্ড থেকে উৎপন্ন সন্তান কুরুকুলের ধ্বংসের কারণ হয়েছিল। সেই অর্থে পরিবারের বা সমাজে ক্ষতি করে এমন সন্তানকে অকালকুষ্মাণ্ড হিসাবে বিবেচনা করা হয়। উদাহরণ : ওর মতো একটা অকাল-কুষ্মাণ্ডই তো পরিবারের সুনাম ধ্বংস করবে।২. ঊর্ধ্বক্রমবাচকতা: | স্কোয়াস লতানো-উদ্ভিদ | লতানো-উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: অকালে উৎপন্ন কুমড়া, অসময়ের কুমড়া। উল্লেখ্য,পৃথিবীর এমন উদ্ভিজ ফল, যা দীরঘকাল উষ্ম (সজীব) থাকে। এটি Cucurbita গণের উদ্ভিদ এবং এর ফল হলো-কুষ্মাণ্ড।