কুষ্মাণ্ড
বানান বিশ্লেষণ: ক্+উ+শ্+ম্+আ+ণ্+ড্+অ
উচ্চারণ:
kuʃ.man.ɖo
(কুশ্.মান.ডো)
শব্দ-উৎস:
সংস্কৃত কুষ্মাণ্ড>
বাংলা
কুষ্মাণ্ড
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কু (পৃথিবী)
+
উষ্ম (ঈষৎ উষ্ণ) +অণ্ড
(ডিম, বীজ)।}
পদ:
বিশেষ্যCucurbita
গণের উদ্ভিদ এবং এর ফল।
সমার্থক শব্দ: কুমড়া, কুষ্মাণ্ড।
যুক্তশব্দ:
অকালকুষ্মাণ্ড