অণ্ড
বানান বিশ্লেষণ: অ+ ণ+ড্+অ
উচ্চারণ: ɔn.ɖo
(অন্.ডো)
শব্দ-উৎস:
সংস্কৃত অণ্ড>
বাংলা অণ্ড
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
অম্ (গতি)
+
ড,
করণবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ ডিম্বাণু |
জননকোষ |
প্রজনন কোষ ।
জীবকোষ |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: প্রজননের জন্য নারীদেহে উৎপন্ন অবিভাজিত ক্রমোজোম সেট, যা পরিপক্ব প্রজননকোষ হিসেবে বিকশিত হয়।
সমার্থক শব্দাবলি: অণ্ড, ডিম, ডিম্ব
ইরেজি: egg
যুক্তশব্দ:
কুষ্মাণ্ড
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
-
wordnet 2.1