অকাঠিন্য
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ঠ্+ই+ন্+য্+অ
উচ্চারণ:
[অ.কা.ঠিন্.নো] [ɔ.ka.ʈʰin.no]
শব্দ-উৎস:
সংস্কৃত
अकाठिन्य
(অকাঠিন্য)>বাংলা
অকাঠিন্য।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-কঠিন{ √কঠ্ (কৃচ্ছ্র জীবনযাপন করা) +ইন্ (ইনন্), কর্তৃবাচ্য} +য (ষ্যঞ্)
অ (নয়) কাঠিন্য/নঞ্ তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ: যাতে কাঠিন্য নাই।
সমার্থক শব্দাবলি:
অকঠিনত্ব
,
অকঠোরতা,
অকঠোরত্ব, অকাঠিন্য,
কোমলতা,
কোমলত্ব