কোমলত্ব
বানান্ বিশ্লেষণ: ক্+ও+ম্+অ+ল্+অ+ত্+ব্+অ
উচ্চারণ:
ko.mo.lot̪.t̪o
[কো.মো.লোত্.তো]
শব্দ-উৎস:
সংস্কৃত কোমলত্ব>
বাংলা কোমলত্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
দৃঢ়তা |
লক্ষণগুণ |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
অর্থ: যা কঠিন নয় এমন দশা প্রাপ্ত অবস্থা
সমার্থক শব্দাবলি:
অকঠিনত্ব,
অকঠোরতা,
অকঠোরত্ব,
কোমলতা,
কোমলত্ব।
বিপরীতার্থক শব্দ:
অকোমলত্ব