অকঠিনত্ব
বানান বিশ্লেষণ:
অ+ক্+অ+ঠ্+ই+ন্+অ+ত্+ব্+অ।
উচ্চারণ:
ɔ.ko.ʈʰi.nɔt̪.t̪o
(অ.কো.ঠি.নত্.তো)
অ.কো.ঠি.নত্.তো [নঞর্থক অ অর্ধ-বিবৃত ধ্বনি হবে। ঠি ধ্বনির উ ধ্বনির প্রভাবে ক ধ্বনি কো হবে। অবশিষ্ট ঠি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। শব্দের শেষে ত্ব বিবাজিত হয়ে ত্.তো হয়। ন ধ্বনির সাথে ত্ যুক্ত হয়ে নত্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট তো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]
শব্দ-উৎস: সংস্কৃত अकठिनत्व (অকঠিনত্ব)>বাংলা অকঠিনত্ব।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অকঠিন {অ (নয়)- কঠিন {√কঠ্ (কৃচ্ছ্র জীবনযাপন করা) +ইন্ (ইনচ্), কর্তৃবাচ্য} + ত্ব ।
অ (নয়) কঠিনত্ব/নঞ্ তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
দৃঢ়সংবদ্ধতা
|
স্ব-সত্তা
|
সত্তাগুণ
|
বিমূর্তন
|
বিমূর্ত
সত্তা
|
সত্তা
|}
অর্থ: যা কঠিন নয় এমন দশা প্রাপ্ত অবস্থা
সমার্থক শব্দাবলি:
অকঠিনতা,
অকঠিনত্ব,
অকঠোরতা,
অকঠোরত্ব,
অকাঠিন্য, কোমলতা,
কোমলত্ব।
বিপরীতার্থক শব্দ:
কঠিনতা।
সূত্র :