অকলঙ্কিনী
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ল্+অ+ঙ্+ক্+ই+ন্+ঈ
উচ্চারণ:
[অ.ক.লোঙ্‌.কি.নি] [ɔ.kɔ.loŋ.ki.ni]
শব্দ-উৎস: সংস্কৃত कलङकिनी অকলঙ্কিনী>বাংলা  অঙকলঙ্কিনী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: কলঙ্ক নাই এমন নারী
সমার্থক শব্দাবলি:
অকলঙ্কা, অকলঙ্কিতা, অকলঙ্কিনী, কলঙ্কশূন্যা, কলঙ্কহীনা।
বিপরীতার্থক শব্দাবলি:

ইংরেজি: unstained, unsullied, unblemished; undefiled, unpolluted (female)