অকল্পনা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ল্+প্+অ+ন্+আ
উচ্চারণ:
[অ.কল্‌.পো.না] [ɔ.kɔl.po.na]
শব্দ-উৎস: সংস্কৃত
ल्पना কল্পনা>বাংলা কল্পনা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সৃজনশীলতা  | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:

১. অসংগত চিন্তা মন্দ মতলব (মন্দ অর্থ)

২. অর্থ : কল্পনার অভাব, চিন্তার অভাব (কল্পনা)।

বিপরীতার্থক শব্দ: কল্পনা (ভাবার্থে)
ইংরেজি: lack of
imagination (imaginativeness, vision)