অকণ্টবিদ্ধ
বানান বিশ্লেষণ:অ+ক্+অ+ণ্+ট্+অ+ব্+ই+দ্+ধ্+অ।
উচ্চারণ: ɔ.kɔn.ʈo.bid̪.d̪ʰo (অ.কন্‌.টো.বিদ্‌.ধো)
শব্দ-উৎস: সংস্কৃত অকণ্টবিদ্ধ> বাংলা অকণ্টবিদ্ধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: যে কন্ট (কণ্টক, কাঁটা) দ্বারা বিদ্ধ নয় এমন।
উদাহরণ: অকণ্টবিদ্ধ কি জানে, কাঁটা ফুটা বল্যে/শিবায়ন
বিপরীতার্থক শব্দ: অকণ্টবিদ্ধা [স্ত্রীলিঙ্গার্থে]


সূত্র :