অকোপী
বানান্ বিশ্লেষণ :
অ+ক্+ও+প্+ঈ
উচ্চারণ:
ɔ.ko.
pi
[অ.কো.পি]
শব্দ-উৎস:
সংস্কৃত
অকোপী>
বাংলা
অকোপী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-
কোপী
{√
কুপ্
(ইচ্ছা করা, কামনা করা) +
ইন্ (ণিনি)
,
কর্তৃবাচ্য
}
অ (ন)
কোপী
/
নঞ্ তৎপুরুষ সমাস
পদ:
বিশেষণ
অর্থ:
যে ক্রুদ্ধ নয়।
সমার্থক শব্দাবলি:
অকোপনশীল, অক্রুদ্ধ।
বিপরীতার্থক শব্দ
কোপী
[ভাবার্থে]।
অকোপিনী
[স্ত্রীলিঙ্গার্থে]।