অকর্ণী
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ণ্+ঈ
উচ্চারণ: [অ.কোর্‌ন্‌.নি] [ɔ.korn.ni]
শব্দ-উৎস: সংস্কৃত कर्णी (অকর্ণী)>বাংলা অকর্ণী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:

১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { সরীসৃপ | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: কান নাই এমন প্রাণী, এই অর্থে অকর্ণী।
সমার্থক শব্দাবলি:
অকর্ণ, অকর্ণী, কর্ণহীন, সাপ
স্ত্রীলিঙ্গার্থে
অকর্ণিনী
 

২. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:

১. যার (স্ত্রীজাতীয়া) কর্ণ (শ্রবণক্ষমতা) নাই
সমার্থক শব্দাবলি:  অকর্ণ, অকর্ণী, শ্রবণশক্তিহীন
 

২. যা নৌযানের কোনো নাবিক নাই এমন।
সমার্থক শব্দাবলি:
অকর্ণ, অকর্ণী, হালশূন্য।

 

বিপরীতার্থক শব্দ: অকর্ণিনী [স্ত্রীলিঙ্গার্থে]