অকর্ষিত
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ষ+ই+ত্+অ
উচ্চারণ:
ɔ.korʃ.ʃi.t̪o
[অ.কোর্শ্.শি.তো]
শব্দ-উৎস:
সংস্কৃতঅকর্ষিত>
বাংলা অকর্ষিত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ: যা কর্ষিত নয়।
উদাহরণ: অকর্ষিত ভূমি।
বিপররীতার্থক শব্দ:
-
অকর্ষিতা {স্ত্রীলিঙ্গার্থে}
-
কর্ষিত [ভাবার্থে]
ইংরেজি:
unploughed, uncultivated