অকর্তনী
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ত্+অ+ন্+ঈ
উচ্চারণ: [অ.কর্‌ত্‌.তো.নি]  [ɔ.kɔr.o.ni]
শব্দ-উৎস: সংস্কৃত र्त्तनी (অকর্ত্তনী)>বাংলা অকর্তনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}

অর্থ: উচ্চ স্থানে আছে এমন কোনো লক্ষ্যবস্তু কর্তন করার ক্ষমতা নাই অর্থে- খাটো।
সমার্থক শব্দাবলি: অকর্তনী, খর্র্বা

উদাহরণ: অকর্তনী নারী
ইংরেজি:
a short, not tall (fem.)

বিপরীতার্থক শব্দ:
অকর্তনী [স্ত্রীলিঙ্গার্থে]