অক্রোধিত
বানান বিশ্লেষণ: অ+ক্+র্+ও+ধ্+ই+ত্+অ
উচ্চারণ:
ɔk.kro.d̪ʰi.t̪o
[অক্.ক্রো.ধি.তো]
শব্দ-উৎস:
সংস্কৃত
অক্রোধিত>
বাংলা
অক্রোধিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ: যে ক্রোধের দশায় নাই এমন
সমার্থক শব্দাবলি: অকোপ,
অক্রুদ্ধ,
অক্রোধিত
বিপরীতার্থক শব্দ: