পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { আবেগ | আবেগানুভূতি | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: মনোগত দশার আবেগানুভূতি থেকে উৎপন্ন বিক্ষুব্ধ দশা। সাধারণভাবে একে রাগের বিপরীত দশা হিসেবে বিবেচনা করা হয়।
সমার্থক শব্দাবলি: অকোপ, অক্রোধ, কোপাভাব, ক্রোধহীন, ক্রোধাভাব, রোষহীনতা।
বিপরীতার্থক শব্দ: কোপ (ভাবার্থে)
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {হিন্দু
পৌরাণিক মানব |
হিন্দু পৌরাণিক সত্তা |
ভারতীয় পৌরাণিক সত্তা |
পৌরাণিক সত্তা |
অতিপ্রাকৃতিক সত্তা |
কাল্পনিক সত্তা |
কল্পনা |
সৃজনশীলতা |
কর্মক্ষমতা |
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
| বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
অর্থ: রাজা দশরথের আট জন প্রধান মন্ত্রীর একজন। [সপ্তম সর্গ। বালখণ্ড। বাল্মীকি রামায়ণ]
সূত্র: