হিন্দু পৌরাণিক মানব
ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নানা ধরনের পৌরাণিক সত্তার ভিতরে যারা শুধু মনুষ্য অবয়বে বিরাজিত ছিল।
ঊর্ধ্বক্রমবাচকতা {হিন্দু পৌরাণিক মানব | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
ইংরেজি:
hindu mythical being
ব্যাখ্যা:
ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নানা ধরনের পৌরাণিক সত্তার ভিতরে যারা মনু্ষ্য অবয়বে ছিল। এই সকল সত্তার কর্মকাণ্ড একই ধরনের ছিল না। কর্মকাণ্ডের বিচারে হিন্দু পৌরাণিক মানবকুলকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন-