দৈবাংশ
এমন কোনো দৈবসত্তা, যিনি কার্যকারণে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছিলেন।

ঊর্ধ্বক্রমবাচকতা {  দৈবাংশ | হিন্দু পৌরাণিক মানব |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি:

ব্যাখ্যা:  ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নানা ধরনের পৌরাণিক সত্তার ভিতরে যারা মনু্ষ্য অবয়বে ছিল। এদের ভিতরে এমন কিছু চরিত্র পাওয়া যায়, যাঁরা মূলত দেবতা। কিন্তু কার্যকারণে পৃথিবীতে কিছুদিন মানুষ রূপে অতিবাহিত করেছেন। যেমন-